হাওড়ার নিবড়ায় লরির ধাক্কায় পুলিশের এক এএসআই এর মৃত্যু হয়েছে। বুধিরাম মারাডি নামে ওই পুলিশ কর্মী ব্যারাকপুর স্টেট আর্মস পুলিশের কর্মী ছিলেন। বর্তমানে তিনি কোনা ট্রাফিক গার্ডের এএসআই হিসেবে কর্মরত ছিলেন।শুক্রবার ভোররাতে নিবড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক সহ লরিটি আটক করেছে পুলিশ। জানা গেছে, তিনি রাস্তা পেরনোর সময় ডিভাইডারে পা আটকে যায়। তখনই লরি এসে তাঁকে ধাক্কা মারে। মৃতের বাড়ি উত্তর দিনাজপুরের বালুরঘাটে
লরির ধাক্কায় পুলিশের এক এএসআই এর মৃত্যু
শনিবার,১৫/০৯/২০১৮
503
বাংলা এক্সপ্রেস---