ফের দুস্কৃতি তান্ডব চুঁচূরায়


শনিবার,১৫/০৯/২০১৮
495

সুমন করাতি---

হুগলীতে এবার দুস্কৃতি তান্ডবের শিকার স্কুল ছাত্রী।গতকাল সকাল ১১. ৩০ নাগাদ ব্যান্ডেলের একটি বেসরকারী স্কুল থেকে চার চাকা গাড়িতে চুঁচুড়ায় বাড়ি ফিরছিল দুই স্কুল পড়ুয়া।এরই মধ্যে রাস্তার মাঝখানে একজায়গায় যানজটের কারনে গাড়িটি দারিয়ে যায়।সেই সময় দুটি বাইকে দুই দুস্কৃতি ঐ গাড়িতে বাইকের সামনের চাকা দিয়ে অাঘাত করতে থাকে।কোন রকমে গাড়িটি সেখান থেকে বের করে দ্রুত গতিতে চুঁচুড়া দিকে নিয়ে যায় গাড়িটির চালক।
দুস্কৃতিরাও ঐ গাড়িটির পিছু নেয়।

চুঁচুড়ার কাপাসডাঙ্গা কাছে এতে গাড়ি টিকে ঘিরে ধরে গাড়ির কাঁচ ভাঙচুর করে এবং চালককে মারধর করে তারা।এখানেই থেমে থাকেনি, গাড়িতে থাকা ৮ বছরের বর্ধমান কলেজের সুপার সুনেত্রা মজুমদারের দুই মেয়েকে বের করে শীলতা হানির চেস্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনা চলাকালীন অাশেপাশে থেকে

লোকজন সেই জায়গায় চলে মাসে।তারাদের বাধায় সেখান থেকে চম্পট দেয় দুস্কৃতি রা। কিন্তু পুরো এই ঘটনার ঐ রাস্তায় সিসিটিভি ক্যামেরার মুখ অন্য দিকে থাকার কারনে ফুটেজ পাওয়া যায় নি।

রাতে। বর্ধমান কলেজের সুপার সুনেত্রা মজুমদার বাড়ি ফিরলে এই পুরো বিষয়টা জানায় তার দুই মেয়ে।এর পরেই অাজ সকালে চুঁচুড়ায় থানায় ঐ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি দের বিরুদ্ধে
লিখিত অভিযোগ করা হয়।চন্দননগরের পুলিশ কমিশনারেট পুরো বিষয় টার তদন্ত শুরু করেছে।দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

https://youtu.be/tzoBf4j1RwY

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট