কলকাতা: প্রয়াত হলেন কমিউনিস্ট আন্দোলনের প্রবীণ নেতা ও প্রাক্তন সাংসদ দীনেশ জোয়ারদার। তাঁর মৃতদেহ শুক্রবার পার্টির জেলা অফিস মিহির দাস ভবনে শায়িত রাখা হয় দুপুর ১২.৩০ থেকে ৩ টে পর্যন্ত। শ্রদ্ধা জ্ঞাপন করেন বহু মানুষ। উপস্থিত ছিলেন বাম নেতৃত্বও। তাঁর মৃত্যুতে বাম আন্দোলনের অপূরনীয় ক্ষতি হল বলে এদিন শোক বার্তায় জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
প্রাক্তন বাম সাংসদ দীনেশ জোয়ারদার প্রয়াত
শুক্রবার,১৪/০৯/২০১৮
797
বাংলা এক্সপ্রেস---