কলকাতা: যতদিন না পর্যন্ত নতুন ব্রিজ তৈরি হচ্ছে ততদিন যাতে যাতায়াত ব্যবস্থায় কোন সমস্যা না হয় সে কারণে দুটি বিকল্প রাস্তা ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য সরকার। তার জন্য ইতিমধ্যেই শুক্রবার রাজ্য সরকার যৌথভাবে পরিদর্শন করে মাজঝরহাট স্টেশন সংলগ্ন এলাকা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন লেভেল ক্রসিং তৈরির জন্য পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে তার কথা হয়েছে। লেভেল ক্রসিং তৈরি করার ব্যাপারে রাজ্য বেশ কিছু প্রস্তাব দিয়েছে রেলকে। লেভেল ক্রসিং তৈরী সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে তবে লেভেল ক্রসিং এর দায়িত্বে যারা থাকবেন তারে নিয়োগ করবে রেল। তবে তাদের বেতন দিতে রাজি রয়েছে রাজ্য সরকার। ছোট বাস গাড়ি এগুলো যাতে চালানো যেতে পারে তাঁর জন্যই এ বিকল্প রাস্তা তৈরি করতে চাইছে রাজ্য সরকার।
তবে লেভেল ক্রসিং তৈরির ব্যাপারে রেল এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ব্রিজ নতুন করে নির্মান না হওয়া পর্যন্ত দুটি বিকল্প রাস্তার ভাবনাচিন্তা, জানালেন মুখ্যমন্ত্রী
শুক্রবার,১৪/০৯/২০১৮
605
বাংলা এক্সপ্রেস---