সামসেরগঞ্জঃ– ৪০০ টাকা চুরির অপরাধে ১০বছরের এক শিশুকে বেধড়ক মারধোরের অভিযোগ এক হোটেল মালিক ও তার সাঙ্গপাঙ্গ দের বিরুদ্ধে। স্যোসাল মিডিয়ার ফেসবুকে এই ছবিটি ভাইরাল হয়। ঘটনাটি ঘটেছে সামসেরগঞ্জের অন্তরদীপা গ্রামে। বৃহস্পতিবার সকালে করিম শেখ(১০) নামে ওই শিশুটি বাজার দিয়ে যাবার সময় এক হোটেল মালিক তার দোকানের টাকা চুরির অভিযোগ তুলে ব্যাপক মারধোর করে ওই শিশুটিকে। মারের আঘাতে শিশুটির পিঠের চামড়া উঠে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে ব্যপক আঘাত লাগে।
৪০০ টাকা চুরির অপরাধে ১০বছরের এক শিশুকে বেধড়ক মারধর
শুক্রবার,১৪/০৯/২০১৮
561
বাংলা এক্সপ্রেস---