কলকাতা: জমা পরল মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট। রাজ্যের মুখ্যসচিব তদন্ত রিপোর্ট জমা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রিপোর্টে পূর্ত দপ্তরের গাফিলতি ধরা পড়েছে। যে বা যারা এই গাফিলতির সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। পুলিশ বিষয়টা তদন্ত করছে। ইতিমধ্যেই ফাইল বাজেয়াপ্ত করা হয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য, রেহাই দেয়া হবে না কাউকেই
কেবলমাত্র পূর্ত দপ্তরের বিরুদ্ধেই নয়, মেট্রো রেলের বিরুদ্ধেও তদন্ত রিপোর্টে অভিযোগ উঠে এসেছে। মেট্রো প্রকল্পের কাজের জন্য ভাইব্রেশনের কারণে ব্রিজের ক্ষতি হয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
তবে এদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বাজার বিরুদ্ধেই দোষ প্রমাণ হোক না কেন তাদের রেহাই দেয়া হবে না শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে।
AIRSON AL-5 Slipper for Women | Orthopedic, Diabetic, Pregnancy | Soft Doctor Anti-Skid Slipper for Women |Slides, Flip-Flops, Slippers, Chappals | For Ladies and Girls
₹349.00 (as of রবিবার,১৬/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)Dot & Key Strawberry Dew Do-it-all Moisturizer - 15g
Now retrieving the price.
(as of রবিবার,১৬/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)