সমকামী ডিরেক্টর এর দ্বারা যৌন হেনস্থার মুখোমুখি হতে হয়েছিল এই অভিনেতা কে


শুক্রবার,১৪/০৯/২০১৮
1438

পিয়া গুপ্তা---

সম্প্রতি যৌন হেনস্থা নিয়ে একটি চ্যাট শো-এ গিয়ে ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ সম্পর্কে সরাসরি মুখ খুললেন আয়ুষ্মান। তিনি জানান শুধু মহিলা নয শারীরিক হেনস্থার শিকার হতে হয পুরুষদেরও। বলিউড অভিনেতা আযুস্মান খুরানা জানান

তিনি নিজেও একসময় যৌন হেনস্থার মুখোমুখি হন। আয়ুষ্মানের কথায়, ‘তার এক সমকামী কাস্টিং ডিরেক্টর ছিলেন। আযুস্মান কে দেখে এক রাতে সেই ডিরেক্টর বলেছিলেন, আমি তোমার যৌনাঙ্গ দেখতে চাই, অনুভব করতে চাই। আযুস্মান শুনে হাসতে শুরু করে দিয়েছিলেন । আযুস্মান বলেছিলেন কী বলছ তুমি জান? তুমি কি সিরিয়াস?’আয়ুষ্মানের মতে, এ হেন ঘটনা কম-বেশি সকলকেই হয়তো মোকাবিলা করতে হয়। কিন্তু সোজাসুজি এর জবাব দেওয়া উচিত বলে মনে করেন তিনি। এর আগে টিভিতে অ্যাঙ্কারিং করার সময়ও নাকি তাঁর কাছে এরকম হেন প্রস্তাব এসেছিল। তবে এই সব কিছুর বিরুদ্ধে মুখ খুলে প্রতিবাদ করা উচিত বলে জানান আযুস্মান

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট