জঙ্গীপুর মহকুমা হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে নার্সিং স্টাফদেরকে মারধরের অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে


শুক্রবার,১৪/০৯/২০১৮
563

বাংলা এক্সপ্রেস---

জঙ্গীপুরঃ- জঙ্গীপুর মহকুমা হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে নার্সিং স্টাফদেরকে মারধরের অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। রবিবার দুপুরে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হন টুম্পা বিবি নামে এক রোগী। ডাক্তারের নির্দেশ অনুযায়ী একটা স্যালাইন শেষ হওয়ার ৩০মিনিট পরে আবার নতুন স্যালাইন দেওয়ার কথা। কর্তব্যরত নার্স সেই নির্দেশ মেনেই রোগীকে পরিষেবা দিচ্ছিলেন। কিন্তু রোগীরা আত্মীয়রা এসে দেখে স্যালাইন শেষ হয়ে গেলেও নার্স নতুন কোন স্যালাইন দিচ্ছেন না।

রোগীর আত্মীয়দের ভুল বোঝাবুঝির ফলে রুগীর বাড়ির লোকজন দায়িত্ব থাকা নার্সিংস্টাফ প্রিয়া পালকে হেনস্তা করে বলে অভিযোগ। রবিবার এই ঘটনার পরেই জঙ্গীপুর মহকুমা হাসপাতালের সমস্থ নার্সিংস্টাফ কাজ বন্ধ করে। পরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে।

https://youtu.be/3dfzqPiTWiU

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট