ফেসবুকের প্রেম ও সংসার এর পরিণতি একই শাড়ি তে নবদম্পতির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা


শুক্রবার,১৪/০৯/২০১৮
539

বাংলা এক্সপ্রেস---

বৃহস্পতিবার সকালে নদিয়ার হাঁসখালী থানার ভবানীপুর গ্রামে আমবাগানে ঝুলন্ত দেহ উদ্ধার হলো সুজিত রায় ২৩ ও প্রিয় রায় ১৮ র।
সূত্রের খবর হাসখালীর ভাবাণিপুরের বাসিন্ধা পেশায় নির্মাণ শ্রমিক সুজিতের সাথে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয় উত্তর ২৪  পরগনার বনগাঁর বাসিন্ধা প্রিয়ার।

বাড়ির লোকের আপত্তি সত্ত্বেও জোর করে সুজিত কে বিয়ে করে প্রিয়া 5 মাস আগে। বিয়ের পর থেকেই সাংসারিক অশান্তি শুরু হয় আর্থিক অভাব কে কেন্দ্র করে। ফলে সংসার থেকে আলাদা করে দেওয়া হয় নবদম্পতি কে। সূত্রের খবর গত 7/8 দিন আগে আত্মীয় এর বাড়ী যাওয়ার নাম করে বের হয় দুজনে। বুধবার রাতে কখন তারা এলাকায় ফেরে সেটাও প্রতিবেশী রা জানেন না। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের বাগানে একই শাড়িতে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে হাঁসখালী থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে বগুলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ 2 টি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান অভাবের তাড়নায় ফেসবুকের সংসারের স্বপ্ন ভঙ্গ হলো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট