নাবালিকাকে ধর্ষন করার চেষ্টা ও দুই জনকে খুনের অভিযোগে মুল অভিযুক্তকে গ্রেপ্তার


শুক্রবার,১৪/০৯/২০১৮
769

বাংলা এক্সপ্রেস---

করনদিঘীতে নাবালিকাকে ধর্ষন করার চেষ্টা ও দুই জনকে খুনের অভিযোগে মুল অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ। গতকাল রাতে বিহারের কিষানগঞ্জ থেকে অভিযুক্ত আলি শাহকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, চলতি মাসের ১১ তারিখ রাতে করনদিঘী থানার বাসিন্দা আলি শাহ এলাকার তাজিবুল হকের বাড়িতে গিয়ে তার নাতনিকে ধর্ষন করার চেষ্টা করে। সেই সময় নাতনির চিৎকারে ছুটে আসে তার দাদু ও দিদা। সেসময় আলি সাহা পালাতে গেলে তাকে আটকাতে চেষ্টা করে দাদু ও দিদা। বাধা পেয়ে আলি ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে পরিবারের এক শিশুসহ সবাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দাদু তাজিবুলের। গুরুতর জখম হন দিদা নাতনি ও এক শিশু। চিৎকারে শুনে ছুটে আসে গ্রামের মানুষজন। তাদেরকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল গভীর রাতে শিশুটির মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আলি শাহ। অভিযুক্ত আলি শাহর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গতরাতে বিহার রাজ্যের কিষানগঞ্জ থেকে আলি শাহর মোবাইলের টাওয়ার লোকেশন ধরে একটি চায়ের দোকান চা খাচ্ছিল। সেই সময় সাদা পোষাক পরে এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট