থানায় অভিযোগ জানানো রেওয়াজ হয়ে গিয়েছে, মেয়রকে কটাক্ষ স্ত্রী রত্নার


বৃহস্পতিবার,১৩/০৯/২০১৮
716

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: আবারও স্ত্রীর বিরুদ্ধে নালিশ জানিয়ে থানায় অভিযোগ দায়ের করলেন কলকাতার মেয়র। অার এই নিয়ে শোভন চট্টোপাধ্যায়কে কটাক্ষ করতে ছারলেন না স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের জানালেন, অকারনে কাগজ খরচ, কালি খরচ। আমাকে পুলিশ জেলেও পোরে না, গ্রেফতারও করে না। ওনারই মুখ পোড়ে। ঘটনার বিবরনে প্রকাশ, স্ত্রী রত্না চ্যাটার্জির বিরুদ্ধে মেয়র শোভন চ্যাটার্জির আবারও পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের। শোভন চ্যাটার্জির বাড়ির নিচের কাউন্সিলর অফিস এর জিনিসপত্র তছনছ করে সরিয়ে ফেলার অভিযোগ।

অভিযোগ অস্বীকার রত্না চ্যাটার্জির, তিনি জানান গত ৬ বছর ধরে তিনি ওই জায়গায় গণেশ পুজো করছেন, এমনকি গত বছর শোভন চ্যাটার্জির উপস্থিতিতেই গণেশ পুজো হয়েছিল। শোভন ভালো করে জানেন প্রতি বছর ওই জায়গাতেই গণেশ পুজো হয়, প্রতি বছর ২ দিনের জন্য ওখান থেকে অফিস সরিয়ে নেওয়া হয়। তাছাড়া ওই অফিস আমার অনুমোদনেই হয়েছিল, আমি না চাইলে হতোনা। সব জানা সত্ত্বেও শোভন বাবুর নিয়মিত থানায় অভিযোগ করার প্রবণতা নতুন নয়। পর্ণশ্রী থানার বড়ো বাবু এসে সব দেখে গেছেন। আগামীকাল বিসর্জনের পর আবার অফিস যেরকম ছিল তা করে দেওয়া হবে।

https://youtu.be/pF1xbIytv5U

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট