ঝাড়গ্রাম:- নিয়ম ভেঙে বাসের ছাদে যাত্রী তোলা অভিযোগ ভুরি ভুরি। প্রতি বছরই ঘটা করে পালিত হয় পথ নিরাপত্তা সপ্তাহ। কিন্তু বাস্তবের চিত্রটা বদলাচ্ছে কি? প্রতি বারই দুর্ঘটনার পর নজরদারি বাড়ানোর কথা বলে পুলিশ-প্রশাসন। কয়েকদিন ধরপাকড়ও চলে। তারপরে ফের যে কে সেই। ছাদে যাত্রী নিয়েই ছুটছে বাস। ভাড়া কম হওয়ার আশায় বাসের ভিতর ছেড়ে অনেকেই উঠে যাচ্ছেন ছাদে। বাধা দিচ্ছেন না বাসের চালক বা খালাসিরা। সব দেখেও হুঁশ নেই পুলিশেরও।ফের একই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে ।
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে বেশ কয়েকদিন ধরেই দেখা মিলছে যাত্রীদের বাসের ছাদের উপর বসে থাকতে। সরকার থেকে নিষেধাজ্ঞা দেওয়ার পরও এই নিয়ম অবমাননা করা হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। স্থানিয় সূত্রে জানা যায় যে কেউ কেউ বাসে ভাড়া কম দেওয়ার জন্য বাসের ছাদের ওঠেন আবার কাউকে জোর করেও তোলা হয়ে থাকে।এমনকি ছোটো গাড়ী গুলো তেও চলছে ১০-১২জনের যাতায়াত। দেখা যাচ্ছে ছোটো গাড়ী গুলোর উপর বসে থাকতে সাধারন মানুষকে। এর ফলে বিপদের আশঙ্কা বেড়েই চলেছে।