ডাকাতির আগে আগ্নেয় আস্ত্র সহ গ্রেফতার ডাকাত দল


বৃহস্পতিবার,১৩/০৯/২০১৮
509

বাংলা এক্সপ্রেস---

দক্ষিণ ২৪ পরগণার কুলতলি থানার কৈখালী এলাকার ঘটনা।পুলিশ সূত্রে খবর মোট সাত জনের ডাকাত দল ছিল। ছয়জনকে গ্রেফতার করলে ও নিমায় হালদার নামে একজন ডাকাত পালিয়ে যায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গ্রেফতার করে ছয় ডাকাতকে। ধৃতদের কাছে থেকে মোট পাঁচটি বন্দুক নয় রাউন্ড গুলি ও সাতটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কুলতলি থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপের যৌথ উদ্যোগে কৈখালী এলাকা ঘিরে ফেলে।  ধৃত বিপ্লব মণ্ডল, পাপান মণ্ডল, রাহুল চৌকিদার, রবীন্দ্রনাথ সাপুই, সুজন দাস ও সৌরভ হালদার। পুলিশের দাবী পলাতক নিমায় হালদারের কাছে ও আগ্নেয় আস্ত্র আছে তার খোঁজে তল্লাসি চলছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট