লজ্জা


বৃহস্পতিবার,১৩/০৯/২০১৮
2226

নাহিদা খন্দকার মুন---

লজ্জা

লজ্জা আমার ছিলনা কোনকালে

লজ্জা হলো একালে যেন এসে

চোখ আমি নিচ্ছি যত ফিরয়ে

বিঁধছে শুধু চোখের পলকে।।

 

সত্যকে আমি জানি সত্যের কেন ভয়

মিথ্যের মাঝে সত্যটা চিরলুকায়িত রয়।।

ইচ্ছা অনিচ্ছা কোনটাই যে

নিজের ইচ্ছা নয়,

বিধাতাই সব করছেন ঠিক

ইচ্ছে যে তাঁর তাই।।

লজ্জা আমার ছিলনা কোনকালে

লজ্জা এলো আমার মনে এঁকে

ছলনা আমার ছিলনা কোনকালে

ছলনায় যেন ছিড়লো আমার জালে।

বসত আমার নয়তো সঠিক

বেঠিক বিবেচনা

ইচ্ছে ছিল সুধরে নেব

পোক্ত বাসনা।।

বুনছি জাল গুনে গুনে

বাঁধছি সুতোয় বেঁধে

হয়তো সফল করবো একে

সঠিক কর্মযোগে।।

অভ্যস্ত আমি প্রতারিত আর

বিতাড়িত হতে হতে

বোকার মত বকছি যেন

নিজের সাথে নিজে।।

লজ্জা আমার ছিলনা কোনকালে

লজ্জা পাবার মানুষ আমি

ছিলাম না কোনকালে।

উৎসুক আর উৎসাহ ছিল

আমার মনে গেঁথে,

উদ্যোম আর উদ্যোগ নিয়ে

এগিয়ে যেতাম আগে।

আজ আমি মেয়ে থেকে বউয়ের বেশে

‘মা’ এর পরিচয় বহন করি

দেশের মাটিতে।।

লজ্জা, ভয়, ঘৃণা

ঘৃণা করে যারা

তাদের মাঝে নিজের ছায়া,

দেখতে চায় আপন যারা,

আমি চাই উর্দ্ধ গগন,

বাঁচতে চাই-

লজ্জা, ভয় আর ঘৃণার কবল,

জ্বলতে চাই ‘তারা’ হয়ে,

আকাশের সঙ্গী হয়ে,

আজীবন ভর।।

নাহিদা খন্দকার মুন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট