ঝাড়গ্রাম: – চার দফা দাবী নিয়ে বিজেপির কিষান মোর্চা ঝাড়গ্রামের জেলা শাসক আয়েষা রাণীর কাছে ডেপুটেশন দিল । তাদের মূল দাবী 1) তিন মাস অন্তর ইলেকট্রিক বিলের পরিবর্তে প্রতি 1 মাস অন্তর ইলেকট্রিক বিল দিতে হবে 2)কেন্দ্রীয় সরকারের ধার্য্য করা সহায়ক মূল্য 1770 টাকায় রাজ্য সরকার কে কিনতে হবে 3)প্রত্যেক চাষী কে কিষান ক্রেডিট কার্ডের আওতায় আনতে হবে 4) প্রত্যেক মহকুমায় মাটি পরিক্ষা ব্যাবস্থা করতে হবে। কিষান মোর্চার অবসারভার দেবাশীষ কুন্ডু জানান যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের ধার্য্য করা সহায়ক মূল্যের নিচে ধান কিনছে যা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের ধার্য্য করা মূল্যেই কিনতে হবে ,এবং তিন মাসের পরিবর্তে ইলেকট্রিক বিল 1 মাস করলে বিলের অর্থের পরিমান কম হবে যা মানুষের সুবিধা হবে ।
জেলা পার্টি অফিস থেকে কয়েকশো কর্মী সমর্থক মিছিল করে জেলাশাসকের দপ্তরে পৌঁছান ।
ঝাড়গ্রামে জেলা শাসককে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টির কিষান মোর্চা
বৃহস্পতিবার,১৩/০৯/২০১৮
445
বাংলা এক্সপ্রেস---