অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া প্রায় ৩১টি মোটর বাইক উদ্ধার করে ৩ জনকে গ্রেপ্তার করল বেলডাঙ্গা থানার পুলিশ


বৃহস্পতিবার,১৩/০৯/২০১৮
537

বাংলা এক্সপ্রেস---

বেলডাঙ্গাঃ- বেলডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া প্রায় ৩১টি মোটর বাইক উদ্ধার করে ৩জনকে গ্রেপ্তার করল বেলডাঙ্গা থানার পুলিশগোপন সুত্রে খবর পেয়ে বেলডাঙ্গার ঝুকা পূবপাড়া এলাকায় আব্বাস সেখের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া ১০টি মোটর বাইক গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক আব্বাস সেখকে। তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে বেলডাঙ্গার নওপুকুরিয়া মাঠপাড়া এলাকা ইয়াদেল বক্সের বাড়িতে হানা দেয় পুলিস। সেখান থেকে উদ্ধার হয় আরও ৪টি চুরি যাওয়া মোটর বাইক এবং তার পাশে আরও একটি বাড়ি থেকে ৫টি মোটর বাইক উদ্ধার হয় যদিও বাড়ির মালিক পলাতক বলে জানা গিয়েছে।

সব মিলিয়ে পুলিশি অভিযানে চুরি যাওয়া ৩টি বাইক উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া বাইকগুলি নদীয়া, বীরভূম, মালদা ও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে ধৃতরা চুরি করে বলে পুলিশ সুত্রে খবর। বুধবার দুপুরে বেলডাঙ্গা থানায় সাংবাদিক সম্মেলন করে একথা জানান জেলা পুলিস সুপার মুকেশ কুমার।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কেউ এই চক্রের সাথে যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ বলে জানান জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ কুমার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট