যাত্রী বোঝায় আটো উল্টে মৃত ১ আহত ৫


বুধবার,১২/০৯/২০১৮
543

বাংলা এক্সপ্রেস---

সুতিঃ- সুতি থানার সাজুরমোড় এলাকায় নিয়ন্তন হারিয়ে একটি আটো উল্টে গিয়ে মৃত ১ আহত ৫ এদিন যাত্রী বোঝায় অটোর গতি বেশি থাকার ফলে আচমকায় রাস্তার মাঝে উল্টে যায় অটোটি।মৃত ব্যাক্তির নাম মতিউর রহমান(৩০) বাড়ি সামসেরগঞ্জ থানার চাচন্ড এলাকায়।  যাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রাস্তায়। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে। গুরুত্বর আহতদের স্থানীয় মহিশাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস মৃত দেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

https://youtu.be/kxf-IJ8WDPg

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট