হরিহরপাড়াতে দুস্কৃতিদের গুলিতে নিহত এক তৃনমূল কর্মী আহত আরও এক


বুধবার,১২/০৯/২০১৮
601

বাংলা এক্সপ্রেস---

হরিহরপাড়াঃ- হরিহরপাড়াতে দুস্কৃতিদের গুলিতে নিহত এক তৃনমূল কর্মী আহত আরও এক। নিহত তৃনমূল কর্মীর নাম মাইনুল সেখ(৪৮)। সোমবার রাত্রি ৭:৩০টা ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার উত্তরপাড়া এলাকায়। সূত্রের খবর হরিহরপাড়া থানার দস্তুরপাড়া এলাকার পেশায় চা বিক্রেতা মৃত মাইনুল সেখ এদিন রাত্রি ৭:৩০টা নাগাদ চায়ের দোকান বন্ধ করে বন্ধু ওসেদ মন্ডলের সাথে বাইক নিয়ে বাড়ির যাচ্ছিলেন। উত্তরপাড়া এলাকায় আসতেই কয়েকজন দুস্কৃতি তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। বুকে গুলি লেগে জখম হয়ে বাইক থেকে রাস্তার উপরে পড়ে যায় মাইনুল সেখ ও তার বন্ধু ওসেদ মন্ডল। দুস্কৃতিরা মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে মাইনুলকে। অন্যদিকে বন্ধু ওসেদ মন্ডলের পায়ে গুলি লেগে সেইও জখম হয়ে রাস্তার উপরে পড়ে থাকে। স্থানীয়রা ছুটে এসে তাদের হরিহরপাড়া ব্লক হাসপাতালে ভর্তি করলে মাইনুল সেখকে চিকিৎসরা মৃত ঘোষনা করেন। অন্যদিকে ওসেদ মন্ডলকে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই ভর্তি করা হয়েছে। হরিহরপাড়া থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রের খবর পুরানো শত্রুতার জেরেই এই খুন বলে জানা গিয়েছে।

https://youtu.be/Tw_cgBFtAVA

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট