ঝাড়গ্রাম জেলা পরিষদের ১৬টি আসনের মধ্যে এবার তৃণমূল ১৩টি আসনে ও বিজেপি ৩টি আসনে জয়ী


বুধবার,১২/০৯/২০১৮
475

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা পরিষদের ১৬টি আসনের মধ্যে এবার তৃণমূল ১৩টি আসনে ও বিজেপি ৩টি আসনে জয়ী হয়েছে। তবে জেলা পরিষদের সভাধিপতি আসনটি এসসি মহিলা সংরক্ষিত। তৃণমূলের জয়ী সদস্যদের মধ্যে এসসি মহিলা রয়েছেন দু’জন। একজন মাধবী বিশ্বাস, অন্যজন সুজলা তরাই। মাধবীদেবী জেলা পরিষদের বিদায়ী নারী ও শিশুকল্যাণ কর্মাধ্যক্ষ। তিনি লালগড় থেকে জয়ী হয়েছেন। আর বেলিয়াবেড়া ব্লক থেকে জয়ী হয়েছেন সজুলা তরাই। সুজলাদেবী বেলিয়াবেড়া পঞ্চায়েত সমিতির বিদায়ী বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। মাধবীদেবী ৬৬৪৫ ভোটে জয়ী হয়েছিলেন।

সুজলাদেবী ৩২৩৭ ভোটে জয়ী হয়েছিলেন। মাধবীদেবী জেলা পরিষদের গত পাঁচ বছর ধরে কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলানোয় জেলা সভাধিপতি হওয়ার পাল্লা তাঁর দিকেই ভারী ছিল ,তিনিই হলেন জেলা পরিষদের সভাধিপতি । অন্যদিকে, সহ-সভাপতির আসনটি সাধারণের। সহ-সভাধিপতির দৌড়ে ছিলেন চারজন সদস্য। এই চারজন হলেন উজ্জ্বল দত্ত, দেবনাথ হাঁসদা, মধুসূদন সরেন ও স্বপন পাত্র।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট