উন্নয়ন কে স্তব্ধ করে দিতে চাইছে কতিপয় লোক : পার্থ চ্যাটার্জী


বুধবার,১২/০৯/২০১৮
505

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: জঙ্গলমহলের একাধিক আসনে ফল খারাপ হয়েছে শাসকদলের। যদিও জেলা পরিষদ দখল করেছে শাসকদলই। বুধবার ঝাড়গ্রাম জেলায় জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচিত হল জেলা পরিষদ ভবনে । ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি হলেন মাধবী বিশ্বাস ও সহ-সভাধিপতি হলেন মধুসূদন সোরেন । ঝাড়গ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের সুভেচ্ছা জ্ঞাপন করতে এসে পার্থ চ্যাটার্জী জানান একদল লোক আছে যারা এই উন্নয়নকে সহ্য করতে পারছে না । ,তাই তারা বারে বার চেষ্টা করছে কি করে আপনাদের মধ্যে ,একই সম্প্রদায়ের মধ্যে ভাগ করে দেওয়া যায় । আমরা ভাগে বিশ্বাসী না আমরা একত্রিত চলায় বিশ্বাসী।  আমরা শান্তি সম্প্রতি সৌহাদ্যে বিশ্বাসী ।

আমরা উন্নয়নে বিশ্বাসী সেই উন্নয়ন কে স্তব্ধ করে দিতে চাইছে কতিপয় লোক তাদের থেকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে। দেশকে বিপন্ন করা যাবে না রাজ্য কে বিপন্ন করা যাবে না আদিবাসী দের বিপন্ন করা যাবে না । যারা পিছিয়ে পড়া মানুষ তাদের সামনে নিয়ে আসতে হবে । এদিন বেতকুন্দরী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামীণ সড়ক সপ্তাহ উদযাপনের শিল্যানাস ও পুরসভা অফিসের একটি ভবনের দ্বারোদ্ঘটন করবেন পার্থবাবু।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট