উন্মোচনের আগেই হাতে নতুন আইফোন! টেক জায়ান্ট অ্যাপলের আলোচিত নতুন আইফোন উন্মোচন হচ্ছে কয়েক ঘণ্টা পরেই। কিন্তু অনলাইনে নানা গুঞ্জনের ভীড়ে এবার ফাঁস হয়েছে ফোনের হ্যান্ডস অন ছবি।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে ফাঁস হয়েছে এই ছবি। এতে দেখা যায়, ডিভাইসটির নাম ‘আইফোন ১০এস’। এই বিষয়ে অবশ্য আপেল কতৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।