চোলাই মদ অভিযানে গিয়ে আক্রান্ত এক্সাইজ দফতর,সিঙ্গুরে বেধরক মার আবগারি কর্মীদের


মঙ্গলবার,১১/০৯/২০১৮
521

সুমন করাতিঃ হুগলী---

সিঙ্গুর আবগারী দফতর ও বর্ধমান এক্সসাইজ ডিভিসান এর এক যৌথ অভিয়ানে বেআইনি মদ উদ্ধারে গিয়ে আক্রান্ত আবগারি দফতর। ঘটনা সিঙ্গুর থানার গৌড়িবাটি গ্ৰামে। আবগারি দফতরের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়,আহত ছয় কর্মী। মঙ্গলবার বেলায় গোপন সুত্রে খবর পেয়ে সাত জনের একটি দল হানা দেয় গৌরীবাটি গ্রামে।

সিঙ্গুর আবগারী দফতরের সুপারিটেন্ট যতীন চন্দ্র মন্ডল জানিয়েছেন,গোপন সূত্রে খবর পেয়ে সিঙ্গুরের গৌড়িবাটি গ্ৰামে বেআইনি মদ উদ্ধারে গেলে প্রচুর জনতা সেখানে জড়ো হয়ে যায়।কিছু বুঝে ওঠার আগেই শুরু হয়ে যায় মার। তিনটি গাড়ী ভাঙচুর করা হয়, ঘটনায় ছয় কর্মী আহত হন। পরে সিঙ্গুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
এই ঘটনায় 3430 লিটার মদ বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় জড়িত দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট