পশ্চিম মেদিনীপুর :– পশ্চিম মেদিনীপুরের শালবনিতে অবস্থিত, রাজ্য সরকারের প্রাণী ও প্রাণী সম্পদ দপ্তরের অন্তর্গত শালবনি ফডার ফার্মে কর্মরত বিভিন্ন ধরনের শ্রমিকরা গত চার মাস ধরে বেতন না পাওয়া সহ, ২০১১ সালের ওয়াগে শত্রুচতুরে না লাগু করার প্রতিবাদে অনশনে নামেছে। এখানে শ্রমিকদের সংগঠন গুলির পক্ষে সুনীলকান্তি সাহা জানান, ২০১১ সালে বর্তমান রাজ্য সরকার এখানের শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য একটি সার্কুলার প্রকাশ করে। কিন্তু অর্থ দপ্তরের নির্দেশ দেওয়া সত্ত্বেও মূলতঃ আমলা তন্ত্রের জন্য তা লাগু করা হয়নি। ফল স্বরূপ পুরনো অল্প বেতনেই তারা কাজ করতে বাধ্য হচ্ছেন। সেই সঙ্গে বকেয়া বেতন মেটানোর দাবিতে অনশনে নেমেছে শ্রমিকরা।
অনশনে শালবনি ফডার ফার্মে কর্মরত শ্রমিকরা
মঙ্গলবার,১১/০৯/২০১৮
612
বাংলা এক্সপ্রেস---