প্রচন্ড গতিতে ধেয়ে আসা একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা,জখম কমবেশি ২০ জন


মঙ্গলবার,১১/০৯/২০১৮
517

সুমন করাতি---

হুগলি: প্রচন্ড গতিতে ধেয়ে আসা একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনায় জখম কমবেশি ২০ জন। অাজ সাড়ে ন’টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পোলবা থানার অন্তর্গত আলিনগরের কাছে সোনাদার মাঠের কাছে। প্রাথমিক চিকিৎসার আহতদের ছেড়ে দেওয়া হলেও দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাঁদের নাম বাসের খালাসি সুনিল টুডু(৩০) ও এক মহিলা যাত্রী প্রতিমা মাঝি(৩০)। খালাসির বাড়ি দাদপুর থানার সিটরায় এবং মহিলা যাত্রী পোলবার অালিআস্সিপুরের বাসিন্দা। চুঁচুড়া-হরিপাল ১৮ নম্বর রুটের ওই বাস এদিন প্রচন্ড গতিতে হরিপালের দিকে যাওয়ার সময় অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে সোনাদার মাঠের কাছে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মেরে উল্টে গেলে দূর্ঘটনা ঘটে।

https://youtu.be/cQk2SdwycWE

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট