বিহার থেকে বাংলায় কাজ করতে এসে গাড়ি পাল্টি খেয়ে মৃত ১ আহত ১০


মঙ্গলবার,১১/০৯/২০১৮
538

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম:- পাশের রাজ্য বিহার থেকে বাংলায় আসছিল ১১ জন শ্রমিক রিলায়েন্স জিও ফাইবার এর কেবেলের কাজ করার জন্য । এই রাজ্যে ঢোকার পর ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ী ব্লকের জামতোলগড়ার সামনে গাড়িটি নিমন্ত্রন হারিয়ে পাল্টি খায় । ঘটনাস্হলে মারা যায় এক শ্রমিক । নাম মহম্মদ বাসির বয়স 26 বিহারের মধুমনী জেলার বাসিন্দা । স্হানীয় মানুষজন আহত ১০ জন কে উদ্ধার করে বেলপাহাড়ী হাসপাতালে নিয়ে আসে । আহতদের আশঙ্কা জনক অবস্হায় ঝাড়গ্রাম জেলা হাসপাতালে স্হানান্তরিত করা হয়। ঐ আহতদের মধ্যে তিনজন বর্তমানে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে আশঙ্কা জনক অবস্হায় চিকিৎসাধীন আছে । বাকি আহত দের প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় । আহতরা জানান আমরা আসছিলাম হঠাৎ নিমন্ত্রন হারিয়ে যায় গাড়িটি তারপর পাল্টি খায় ,আমরা ফোনের কেবল মাটিতে ঢোকানোর কাজ করতে আসছিলাম বাংলায় lকিন্তু কি হয়ে গেল আমাদের একজন শ্রমিক মারা গেল । ঘটনা স্হলে বেল পাহাড়ী থানার পুলিশ ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট