কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি তথা পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ বিভিন্ন দাবীতে ডাকা ভারত বন্ধে মিশ্র প্রভাব হুগলিতে


সোমবার,১০/০৯/২০১৮
632

সুমন করাতি---

হুগলি: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি তথা পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ বিভিন্ন দাবীতে ডাকা ভারত বন্ধে মিশ্র প্রভাব পড়ল। সোমবার সকাল থেকেই হুগলির পান্ডুয়া, ব্যান্ডেল, ত্রিবেনী, সিঙ্গুর, শ্রীরামপুর, কোন্নগর সহ একাধিক জায়গায় রেল অবরোধ করেন বাম ও কংগ্রেস কর্মীরা।এদিন পান্ডুয়া, ডানকুনি সহ একাধিক জায়গায় পথ অবরোধ করেন বাম ও কংগ্রেস কর্মীরা।

এদিন শেওড়াফুলিতে জোর করে বন্ধ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে অবরোধকারীদের বচসা শুরু হয়। যদিও এদিন হুগলি শিল্পাঞ্চলে বন্ধের তেমন কোনও প্রভাব পড়েনি। বিভিন্ন কলকারখানা গুলি অন্যান্ন দিনের মতই স্বাভাবিক ছিল।

বন্ধের দিন চুঁচুড়ায় বাসস্টেন্ড থেকে একটি বাস বেড় হয়নি। এদিন জেলায় বাস চলাচল পুড়ো বন্ধ ছিল। কিন্তু, ফেরী চলাচল স্বাভাবিক ছিল। স্কুল, কলেজ ও সরকারী অফিস খোলা ছিল। বন্ধে স্কুল কলেজে তেমন কোনও প্রভাব পড়েনি। এদিন সরকারী কর্মীদের উপস্থিতি ছিল অন্যান্ন দিনের মতই। রাস্তায় বাস না চললেও ট্রেকার ও অটোর দেখা মিলেছে।

https://youtu.be/3Y62doJ0wYY

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট