বহরমপুরঃ– দেশ জুড়ে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস ও বামেদের ডাকা সারা ভারত বন্ধে মিশ্র প্রতিক্রিয়া মুর্শিদাবাদে। সোমবার সপ্তাহের প্রথমদিনে বাস ট্রাক চলাচল করলেও অন্যান্য দিনের তুলনায় নিত্যান্তই কম। সরকারি বাস কয়েকটা চললেও বেসরকারি চলছে বললেই চলে। তাতেও যাত্রী সংখ্যা নিত্যান্তই কম। বন্ধের প্রভাব পড়েছে বহরমপুর বাজারেও।
সোমবার সকালে বিভিন্ন এলাকার সবজী বাজার ছাড়াও অন্যান্য দোকান বাজারের বেশির ভাগই বন্ধ অবস্থায় দেখা গিয়েছে। স্কুল, কলেজ খোলা থাকলেও ছাত্র ছাত্রীদের উপস্থিতি খুবই নয় নগন্য। সরকারি অফিস আদালতে উপস্থিতির হার কিছুটা হলেও কম ছিল। এদিন বেলা ১১টা নাগাদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বহরমপুর প্রশাসনিক ভবনের সামনে দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ করেন। পুলিস সর্বত্র টহল দিয়ে বেড়িয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অন্যদিকে বামেদের পক্ষ থেকে এদিন শহরের বিভিন্ন জায়গায় পতাকে হাতে মিছিল দেখা গিয়েছে।