বহরমপুরঃ- সোমবার ভারত বন্ধের তৃনমূল বিরোধীতা করলেও পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন বিকেলে মুর্শিদাবাদ জেলা বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল মিছিল গোটা বহরমপুর শহর পরিক্রমা করে।নাড়ুগোপাল মুখার্জী জানান যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে তারা আজ রাজ্যের বিভিন্ন জায়গায় মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিলে সামিল হয়েছেন। তবে তারা বিরোধীদের ডাকা ভারত বন্ধের তীব্র বিরোধীতা করেন। এদিন বিকেলে বহরমপুর তৃনমূল জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছিলেন বহরমপুর টাউন তৃনমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখার্জী, বহরমপুর পৌরসভার পৌরপিতা নীলরতন আঢ্য সহ অন্যান্য নেতা নেতৃরা।
সোমবার ভারত বন্ধের বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল মিছিল গোটা বহরমপুর শহর পরিক্রমা করে
সোমবার,১০/০৯/২০১৮
561
বাংলা এক্সপ্রেস---