আমারা এই ইস্যু নিয়ে বহুদিন ধরেই সরব। যখনই মূল্য বৃদ্ধি হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, মানুষের জীবন দুর্বিসহ হয়েছে তখনই তৃণমূল প্রতিবাদ করেছে। মমমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হিসাবে হোক বা মুখ্যমন্ত্রী হিসাবে হোক। ধর্মঘট এতবার ৩৪ বছরে মানুষ দেখেছে যার ফলে লক্ষ কোটি টাকা ঋণের বোঝা হয়েছে। অ-উন্নয়নের ছাপ বাংলা জুড়ে ছিল। সাত বছরে অক্লান্ত পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে পিছনের সারি থেকে সামনের সারিতে নিয়ে এসেছেন। আমরা প্রতিবাদ করতে চাই সেই প্রতিবাদ আমাদের মৌলালি থেকে মিছিল করেছি।বিভিন্ন জেলায় ও প্রতিবাদ হচ্ছে।আমরা তো অনেক আগে থেকে বলে রেখেছি বলছি কেন্দ্রীয় সরকার এর জনবিরোধী নীতি মানুষ মারা নীতি কৃষক মারা বেকারত্ব আনা সবকিছু এর বিরুধ্যে আমরা বহুদিন ধরে ভেবেছি এবং আমরা মনে করি বিজেপি নিজে থেকে চলে যাওয়ার প্রায় শুরু করে দিয়েছে বিদায়ের পথে যাওয়ার । ১৯ শে নির্বাচনে বিজেপি কে আর খুঁজে পাওয়া যাবে না।
রাজ্যে বাম-কংগ্রেসের ধর্মঘট প্রসঙ্গে:পার্থ চট্টোপাধ্যায়
সোমবার,১০/০৯/২০১৮
699
বাংলা এক্সপ্রেস---