হাওড়া:হাওড়া জেলার বাউরিয়া বদ্বীপ পাড়ায় ইকরা ফাউন্ডেশন এর উদ্দোগে আর,কে,ডি গ্ৰুপের দ্বারা একটি বিশেষ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে।আজ সকাল ১০ টা থেকে এই শিবির চালু হয়। অসংখ্য মানুষ এই শিবির এসে চক্ষু পরীক্ষা করেছেন ও সকলের এই মহান উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন। এই শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ পি কে বিশ্বাস , অভিজিৎ মজুমদার , সাহেব অধিকারী, ইকরা ফাউন্ডেশন এর দায়িত্বশীল সেখ জামালুল্লাহ ,সেখ রেজাউল, সদরুল।এছাড়া উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির নেত্রী সাহাজাদী পারভীন, ও FRATERNITY MOVEMENT এর জেলা কোনভেনার সেখ মুজাহিদ রহমান।
বাউড়িয়া ইকরা ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির
সোমবার,১০/০৯/২০১৮
575
আক্তরুল খাঁন---