বনধের বিরধীতা করে গোপীবল্লভপুর প্রতিবাদ মিছিল করলো তৃণমূল কংগ্রেস


সোমবার,১০/০৯/২০১৮
502

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম :– বন্ধের মিশ্র প্রভাব ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গোপিবল্লভপুরে জুড়ে বন্ধের মিশ্র সাড়া পড়লো। অধিকাংশ দোকান পাট খোলা থাকলেও বেসরকারী বাস রাস্তায় কম দেখা মিলছে। সরকারী বাস গুলি যথারীতি চলছে। যাত্রীদের সুবিধার জন্য বেশ কিছু ছোট গাড়ি রাস্তায় নেমেছে। তবে যাত্রী সংখ্যা নেই বললেই চলে। কম বেশি দোকানপাট সব খোলা আছে।

গোপীবল্লভপুরে বামেদের ডাকা ১২ঘন্টার বনধের এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করলো তৃনমূল। গোপীবল্লভপুরের ১নং প্রাক্তন সভাপতি সত্যরঞ্জন বারিক এর নেতৃত্বে প্রায় ১২০ জন তৃনমূল সমর্থক গোপীবল্লভপুরের হাতিবাড়ী মোড় থেকে থানা চক পর্যন্ত মিছিল করে ।সত্যরঞ্জন বারিক জানান আমরা কেন্দ্রের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদ জানাচ্ছি। আমরা ইস্যুকে সমর্থন করছি। কিন্তু তা বলে ওদের এই পদ্ধতিগত দিকটাকে কোনওভাবেই আমরা সমর্থন করছি না। ওরা উন্নয়ন স্তব্ধ করে দিয়ে চাইছে। যে বনধে মানুষের আর্থিক ক্ষতি হতে পারে আমরা তা কোনওমতেই চাই না। তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে। কিন্তু বনধ কোনওভাবেই সমর্থন করবে না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট