মানুষের কঙ্কাল উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কৃষ্ণনগর কোতয়ালি থানার গোপালপুর গ্রামে


সোমবার,১০/০৯/২০১৮
1689

বাংলা এক্সপ্রেস---

নদিয়া: মানুষের কঙ্কাল উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কৃষ্ণনগর কোতয়ালি থানার চকদিগনগর গোপালপুর গ্রামে। কঙ্কালের পাশে পরে থাকা জামাকাপড় লুঙ্গি দেখে চিহ্নিত করে পরিবারের লোকজন। কঙ্কালটি মৃত বিশ্বনাথ সিং এর বয়স (48) মৃত ব্যক্তি বিশ্বনাথ সিং এর ছেলে সুদীপ সিংহ বলেন গত মনসা পুজোর দিন থেকে নিখোঁজ ছিলো তার বাবা। পরিবারের লোকজন মনে করেছে কোথাও কাজে গিয়েছে, মাঝেমধ্যেই বেশকিছুদিন করে বাড়ি থাকতো না। সেই কারণে পুলিশের কাছে মিসিং ডাইরিও করেনি পরিবার।

তবে প্রাথমিক ভাবে পুলিশ ও মৃতের পরিবার মনে করছে বাড়ি থেকে একটু দূরে বাঁশ বাগানে আত্মহত্যা করে ছিলো। কারোর নজরে পড়েনি, প্রায় 30 দিন আগে ঘটনা ঘটে শিয়াল কুকুরে দেহ থেকে মাংস ছাড়িয়ে খেয়ে ফেলে হাড়গোড় পড়ে থাকে,আজ দেখতে পায় স্থানীয় একজন দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ কঙ্কাল উদ্ধার করে এবং এলাকার মানুষ ও মৃতের পরিবার কঙ্কাল এর পাশে পরে থাকা পোশাক দেখে চিনতে পারে নিখোঁজ বিশ্বনাথ সিং এর কঙ্কাল, পুলিশ কঙ্কাল বস্তা বন্ধি করে ময়না তদন্তের জন্য পাঠায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট