কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শিয়ালদা স্বাভাবিক


সোমবার,১০/০৯/২০১৮
656

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: বনধের প্রভাব পড়েনি শিয়ালদা স্টেশনে। লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন স্বাভাবিক রয়েছে। তবে যাদবপুর স্টেশনে কিছু সময়ের জন্য অবরোধ করে সিপিএম কর্মীসমর্থকরা। লক্ষীকান্তপুর ও দক্ষিণ বারাসাত স্টেশনে রেল লাইনের তারে কলা পাতা ফেলার কারনে বেশ কিছুক্ষণ বিভ্রাট ঘটে ট্রেন চলাচলে। শিয়ালদা মেইন শাখা ও বনগাঁ শাখায় কোন প্রভাবই পড়েনি বনধে। তবে রেল লাইনে কাজ চলার দরুন অনিয়মিত ট্রেন চলাচল মেইন শাখায়। আর পাঁচটা দিনের মতই স্বাভাবিক শিয়ালদা। যাত্রীদের বক্তব্য, এভাবে বনধ করে কোন দিন কোন সমস্যার সমাধান হয়না।তবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ।

https://youtu.be/RhVqcHAVWMQ

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট