কলকাতা: সকাল থেকে শুরু হয়েছে বামেদের ডাকে সাধারণ ধর্মঘট। মহানগরী কলকাতায় এখনও পর্যন্ত সেভাবে প্রভাব পড়েনি। সরকারি বাস রাস্তায় নেমেছে প্রচুর পরিমানে। বেসরকারি বাসের সংখ্যাও যথেষ্ট। সাধারণ যানবাহনও রাস্তায় নেমেছে। যাত্রীর সংখ্যাও যথেষ্ট। ধর্মঘটের যে ছবি দেখে মহানগরী অভ্যস্ত তা কিন্তু একেবারেই নয়। অন্য আর পাঁচটা দিনের মতই স্বাভাবিক রয়েছে মহানগরী। তবে সকাল ৯ টা থেকে বনধে সামিল হবে কংগ্রেসও। তখন ছবিটা বদলাই কিনা তা সময়ই বলবে।।
সচল মহানগরী, পথে যানবাহন, প্রভাব নেই বনধের
সোমবার,১০/০৯/২০১৮
728
বাংলা এক্সপ্রেস---