স্টুডেন্ট সায়েন্স সেমিন্যারে তৃতীয় স্থান অধিকার করল ঝাড়্গ্রাম জেলার সম্পৃক্ত নন্দী


শনিবার,০৮/০৯/২০১৮
535

বাংলা এক্সপ্রেস ---

ঝাড়গ্রাম:-

রাজ্যের বিভিন্ন জেলা গুলিকে নিয়ে আয়োজিত স্টুডেন্ট সায়েন্স সেমিন্যারে তৃতীয় স্থান অধিকার করল ঝাড়্গ্রাম জেলার সম্পৃক্ত নন্দী। যুব কল্যান ও ক্রীড়া দফতরের উদ্যোগে এই সেমিন্যারটি অনুষ্ঠিত হয়েছিল। সেই সেমিন্যারে ঝাড়্গ্রাম শহরের কেকেআই ইন্সটিটিউটের নবম শ্রেণীর ছাত্র সম্পৃক্ত এবারে তৃতীয় স্থান অধিকার করেছে।সম্পৃক্তর এই সাফল্যে ঝাড়গ্রাম জেলার বাসীন্দারা ব্যাপক খুশি।জেলার জন্য এই সম্মান নিয়ে আসার জন্য সকলে অভিনন্দন জানিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দে বলেন“ জেলায় একমাত্র আমাদের স্কুলই অংশ নিয়েছিল। আর আমাদের স্কুল থেকে সম্পৃক্ত গিয়েছিল রাজ্যস্তরীয় এই শেমিন্যারে অংশ নিতে।আমাদের জেলা ওর হাত ধরে তৃতীয় স্থান পেয়েছে।আমারা সকলে খুবই খুশি তার এই সাফল্যে।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট