সোমবারের বনধকে সর্বাত্মক সফল করতে রাজ্যবাসীর কাছে আবেদন অধীর চৌধুরীর


শনিবার,০৮/০৯/২০১৮
591

বাংলা এক্সপ্রেস ---

কলকাতা : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবারের ভারত বনধ এরাজ্যেও সর্বাত্মকভাবে সফল করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার বিধান ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, ওই দিন সকাল ৯ টা থেকে ৩ টে পর্যন্ত রাজ্যে বনধ পালন করবে কংগ্রেস। জেলায় জেলায় বনধের সমর্থনে মিছিল করবে কংগ্রেস কর্মীরা। কলকাতায় বিভিন্ন পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ দেখানো হবে বলেও জানান তিনি।

অধীর বলেন, ধারাবাহিক ভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রের সরকার সাধারণ মানুষকে বড়সর আর্থিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।
কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারকেও আক্রমন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীরের বক্তব্য, পেট্রোপণ্যে একদিকে কেন্দ্র এক্সাইজ চার্জ বাড়াচ্ছে অন্যদিকে রাজ্য সরকার ভ্যাটের পরিমান বাড়াচ্ছে। তৃণমূলের বনধ বিরোধিতা নিয়েও কটাক্ষ করেন অধীর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট