জেলায়  দলীয় সংগঠনকে  মজবুত করতে  তৎপর তৃণমূল


শনিবার,০৮/০৯/২০১৮
518

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:-

জেলায়  দলীয় সংগঠনকে  মজবুত করতে  তৎপর হল তৃণমূল  l এজন্য  প্রথমে দলের জেলা কমিটিকে আরও শক্তিশালী  করার সিদ্ধান্ত  নেওয়া হয়েছে l দলের অন্যান্য  সংগঠনগুলোকেও আরো  জনমুখী মুখি করার লক্ষ্যে আজ শনিবার মেদিনীপুর শহরের ফেডারেশন হলে জরুরী সভা করলেন জেলা কমিটির   নেতৃত্বরা l

আগামী বছর হতে চলেছে লোকসভা  নির্বাচন  l তার আগে দলের  জেলা কমিটিসহ সমস্ত  দলীয় সংগঠনগুলোকে  ঢেলে সাজানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছে এদিনের বৈঠকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় l, বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, মন্ত্রী সৌমেন মহাপাত্র, শৈবাল গিরি, প্রদ্যুৎ ঘোষ দিনেন রায়, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট