প্রায় ১১ দিন নিখোঁজ থাকার পরে রেল লাইন থেকে উদ্ধার হল কলকাতার বাঁশদ্রোনী থানার গড়িয়ার গোষ্ঠীতলার বাসিন্দা গনিত গবেষক নির্মাল্য বরাটের মৃতদেহ। রেল সূত্রে খবর বৃহস্পতিবার বিকাল ৩ টে ৪৫ নাগাদ দক্ষিন পূর্ব রেলের ঘোড়াঘাটা ও দেউলটি ষ্টেশনের মাঝে রেল লাইনের উপরে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসার পরে আজ পরিবারের লোকজন ওই গবেষকের মৃতদেহ সনাক্ত করেন।