এটিএম জালিয়াতির শিকার এক ব্যবসায়ী


শনিবার,০৮/০৯/২০১৮
650

বাংলা এক্সপ্রেস ---

এটিএম জালিয়াতির শিকার এক ব্যবসায়ী। ঘটনাটির সূত্রপাত গত মাসে।  আগস্ট মাসের ১৬ তারিখ হাওড়া হাঁসখালি পোল নতুন পাড়ার বাসিন্দা তন্ময় মজুমদারের ব্যাংকের এটিএম থেকে সতেরো হাজার টাকা তুলে নেয় ভিন্ন রাজ্যের একটি ব্যাংক।  তার ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা তোলা হয়েছে, জানতে পারে   ফোনে আসা একটি এসএমএস এর মাধ্যমে।  পরে  ব্যাঙ্ক  ম্যানেজারের সাথে কথা বলেন এবং হাওড়া এ জে সি বোস থানায় একটি লিখিত অভিযোগ জানান তন্ময় বাবু। ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলে জানতে পারে যে হরিদ্বারের কোন একটি এটিএম শাখা থেকে এই টাকা তোলা হয়েছে।

তন্ময় বাবুর বক্তব্য তিনি এর মধ্যে কোনদিন হরিদ্দার যাননি এবং তিনি তার ব্যবসায়ে ব্যস্ত ছিলেন। এদিকে ব্যাংকে বই আপ টু ডেট করতে গেলে দেখতে পান তার অ্যাকাউন্ট থেকে ৭০০০ টাকা তোলা হয়েছে। এদিকে তন্ময় বাবু জানান যে তার অ্যাকাউন্ট থেকে সতেরো হাজার টাকা তোলা হয়েছে।  এ বিষয়ে তিনি ব্যাংকের কর্মীদের সঙ্গে কথা বলতে গেলে ওনার সাথে এই বিষয়ে কেউ কথা বলেননি বলে অভিযোগ করেছেন তন্ময় বাবু ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট