পশ্চিম মেদিনীপুর:- দাঁতন ১ ব্লকে বড়বাঘড়া গ্রামে পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে বিজেপি। তারই স্বপক্ষে বিজয় মিছিলে সংঘটিত হয়।বড়বাঘড়া ২৩৩/২৩৪ নম্বর বুথে বিজয় মিছিল সংঘটিত করে বিজেপি দল। বর্তমান শাসক দল তৃণমূলের বিভিন্ন রকম অরাজনৈতিক প্রসঙ্গ তুলে ধরে এই দিনের এই বিজয় মিছিল থেকে । পাশাপাশি পঞ্চায়েতে জয় লাভ করে অঞ্চল গঠন করে সাধারণ মানুষের কাছে থাকতে চায় ভারতীয় জনতা পার্টির এই পঞ্চায়েতের প্রতিনিধি। শনিবার বিকালে বড়বাঘড়া গ্রামে গৌরীশংকর তালধীর সমর্থনে মিছিল সংঘটিত হয়।গ্রাম পঞ্চায়েতে জয়ী প্রার্থী গৌরী শংকর তালধী সহ প্রায় ৪০০ সমর্থক নিয়ে গেরুয়া আবির সহযোগে সারা গ্রাম পরিক্রমা করে।অঞ্চল জয় লাভ করে মানুষের পাশে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন জয়ী প্রার্থী।
দাঁতন ১ ব্লকে বড়বাঘড়া গ্রামে বিজেপির বিজয় মিছিল
শনিবার,০৮/০৯/২০১৮
884
বাংলা এক্সপ্রেস---