আমি মানুষকে অনুপ্রাণিত করতে চাইঃ বিরাট


শনিবার,০৮/০৯/২০১৮
612

বাংলা এক্সপ্রেস ---

ভারতীয় ক্রিকেটার হিসাবে তার খ্যাতি বিশ্বজোড়া। ক্রিকেটার হিসাবে মন জয় করেছেন ক্রিকেট প্রেমীদের। তাঁর চওড়া ব্যাটিং ২২গজে জ্বলে উঠেছে বারবার। তিনি বিরাট কোহলি। ক্রিকেটারের বাইরে তিনি যে উদার মানবিক মনের তার প্রামাণ এদিনের তাঁর এক বিব্রতি।  এদিন তিনি  বলেন,  ভিভিয়ান রিচার্ড সকলকে অনুপ্রাণিত করেছেন। আমিও সেরকম কিছু করতে চাই। যা পিছিয়ে পরা বা অনোৎসাহিদের অনুপ্রাণিত করবে বলে আমি মনে করি।

ভারত ইংল্যান্ড এর  মধ্যে পঞ্চম টেস্টের প্রথম দিনের  খেলা শেষের পর এমন কথা বলেন বিরাট কোহলি। ফলে শুধুমাত্র বাইশ গজের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ না রেখে মাঠের বাইরের জগতের সঙ্গেও যে  মিলতে ও মেলাতে চায় নিজেকে তার ঈঙ্গিত ে দিনের মন্তব্য।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট