হোস্টেলে সাপের কামড়ে মৃত্যু ছাত্রের পরিবারে শোকের ছায়া


শনিবার,০৮/০৯/২০১৮
606

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:-

হোস্টেলে ঘুমের ঘোরে সাপের কামড়ে মৃত্যু হল মনসা সিং (১৪) নামে এক স্কুল পড়ুয়ার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত্রীতে পশ্চিম মেদিনীপুর জেলার বসন্তপুর সংলগ্ন তেলিপুকুর হাইস্কুলের হোস্টেলে। মৃত ওই স্কুল পড়ুয়ার বাড়ি শালবনী থানার জাড়াতে। জানা গিয়েছে বৃহস্পতিবার রাত্রীতে মনসা সিং ও তারেই সহপাঠী সুমন সামন্ত রাত্রীতে হোস্টেলে খাওয়াদাওয়া করে একই বিছাই শুয়ে পড়ে। ঘুমের মধ্যেই একটি বিষধর সাপ তাদের ছোবল মারে। আসঙ্কাজনক অবস্থায় দুই ছাত্রকেই কলকাতায় চিকিৎসারর জন্য নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। কলকাতা যাওয়ার পথে মনসা মারা যায়। সুমনের চিকিৎসা চলছে কলকাতার একটি বেসরকারী নার্সিং হোমে।
এদিকে মনসার মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট