পশ্চিম মেদিনীপুর:- দলনেত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে সমাজ গড়ার কারিগর “শিক্ষক” দের সম্বর্ধনা ও সম্মাননা দেওয়া যথাযথ মর্যাদা র সাথে পালিত হচ্ছে মেদিনীপুরে। আজ অভিষেক চ্যাটার্জীর আদর্শে বিশ্বাসী যুব সভাপতি ও প্রাথমিক শিক্ষক রমাপ্রসাদ গিরি মেদিনীপুর জেলার সমস্ত ব্লক থেকে প্রায় ১২০০ শিক্ষক শিক্ষিকা কে সম্মানিত করেন প্রদ্যোত স্মৃতি ভবনে। আজকের সভায় শিক্ষক শিক্ষিকাদের ব্যাচ, উত্তরীয়, স্মারক এবং ফল ও মিষ্টান্ন সহযোগে বরন করে নেওয়া হয়। আজকের অনুষ্ঠানে জেলা সভাপতি অজিত মাইতি, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ সহ,বিধায়ক প্রদ্যোত মাইতি,আশীষ চক্রবর্তী,ছায়া দোলই প্রমুখ সহ বিধায়কগন, জেলা পরিষদ,পঞ্চায়েত সমিতির ও ব্লক তৃনমূল এবং যুব, শিক্ষক ও ছাত্র সংগঠনের সমস্ত নেতৃত্ব ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রমা প্রসাদ গিরির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রিটায়ার্ড শিক্ষকদের আলাদা করে সম্মান দেওয়া হয়।
পশ্চিম মেদিনীপুর জেলার যুব তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আজকে সভা আয়োজনের জন্য,রমাপ্রসাদ গিরি কে ধন্যবাদ জানান ও জেলার সমস্ত আগত শিক্ষক প্রতিনিধিদের ধন্যবাদ জানান। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নারায়ন সাঁতরা বলেন শিক্ষক সমাজে, যুব তৃনমূলের এই আয়োজন যথেষ্ট সাড়া ফেলেছে। সমস্ত চক্র নেতৃত্ব সহ তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি কৃষ্নেন্দু বিষয়ী বলেন বেশিরভাগ প্রাথমিক শিক্ষকতার সাথে যুক্তরা এই সম্মাননা পাওয়ায় তিনি আনন্দিত। শিক্ষকদের সম্বর্ধনা র সাথে সাথে আজ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাবস্থা ছিলো। পুরো অনুষ্ঠানটিতে শালবনীর ব্লক যুব সভাপতি গৌতম বেরা সহ যুব নেতৃত্ব এবং সৌরভ চক্রবর্তী সহ ছাত্র নেতৃত্বদের উতসাহ ছিলো চোখে পড়ার মতো। শালবনী থেকে তন্ময় সিংহ ও কার্তিক মাহাতোর নেতৃত্বে প্রায় ৪০ জন শিক্ষক শিক্ষিকা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।