সবং ব্লকে মৃত কয়েক হাজার গবাদিপশু


শুক্রবার,০৭/০৯/২০১৮
468

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুরঃ- পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকে কয়েক হাজার গবাদিপশু মারা গিয়েছে,মুখে এবং পায়ের ঘায়ের কারণে,সবংয়ের স্থানীয় প্রাণিসম্পদ দফতরের আধিকারিকরা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য,সবং ব্লকের ১০ নম্বর ভেমুয়া,১১ নম্বর মোহর ,১২ নম্বর বিষ্ণুপুর, অঞ্চলে গবাদি পশু মারা গিয়েছে

ইতিমধ্যেই গবাদিপশুর মৃতের সংখ্যা চারহাজারে এসে দাঁড়াল,ঠিক কী কারণে মারা যাচ্ছে গবাদি পশু তা জানার জন্য ইতিমধ্যেই হাজির হয়েছেন সংসদ মানস ভুঁইয়া ও বিধায়ক গীতা ভুঁইয়া,ইতিমধ্যেই প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথকে ইতিমধ্যে গোটা ঘটনার কথা ফোনে জানানো হয়েছে,এই গবাদি পশুর মৃত্যুকেই নিয়ন্ত্রণে আনার জন্য,চিকিৎসক দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট