৮১বছরের বিধবা বৃদ্ধা গৌরি পন্ডা কেরালা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে ১০হাজার টাকা দান করলেন


শুক্রবার,০৭/০৯/২০১৮
620

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- দাঁতন-২ ব্লকের খন্ডরুইর ৮১বছরের বিধবা বৃদ্ধা গৌরি পন্ডা কেরালা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে ১০হাজার টাকা দান করলেন।দাঁতন-২ বিডিওর হাতে ‍১০হাজার টাকা তুলেদেন তিনি। বিডিও দীপান্বিতা পাত্র বলেন, সকালে অফিসে এসে দেখি ওই বৃদ্ধা হাতে টাকা নিয়ে বসে আছেন। তিনি আমায় বললেন আমার জমানো ১০হাজার টাকা আমি কেরালার মানুষদের জন্য পাঠাতে চাই। আমি অবাক হয়ে বৃদ্ধার নাম ঠিকানা জেনে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করি।

তাঁর মেয়ে কনা দেবীর সঙ্গে কথা হয় আমার তার পরই টাকা নিয়ে অনলাইনে কেরালার মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে জমা দিয়ে তাঁকে সংসাপত্র দিয়ে বাড়ি পাঠাই। তিনি আরো বলেন, এতদিন বিডিও অফিসে সবাইকে নিজের কাজে আসতে দেখেছি। কিন্তু এই ঘটনা আমি প্রথম ঘটল আমার সঙ্গে। গৌরি দেবী বলেন, কেরালার অবস্থা টিভিতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে তাই আমার জমানো টাকা দিয়ে অতি সামান্য সাহায্য করলাম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট