শিয়ালদা বজবজ শাখায় ট্রেন বাড়াতে চিঠি সুজনের


শুক্রবার,০৭/০৯/২০১৮
663

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার কারনে বেহালা, মহেশতলা, বজবজ সহ বিস্তীর্ণ এলাকায় যোগাযোগ ব্যাবস্থা একেবারেই ভেঙে পড়েছে। সাধারণ মানুষ গন্তব্যে পৌঁছতে চরম ভাবে বিপর্যস্ত হচ্ছেন। এই অবস্থায় শিয়ালদহ- বজবজ শাখার ট্রেন পরিষেবা ও চক্ররেল এখন এইসব এলাকার বাসিন্দাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু এই শাখায় একটা ট্রেনের সঙ্গে পরের ট্রেনের সময়ের গ্যাপ অনেকটাই। ফলে ট্রনের অপেক্ষায় চাতক পাখি হয়ে বসে থাকতে হচ্ছে যাত্রীদের। আর তাই আরও ট্রেন বাড়ানোর আর্জি নিয়ে রেল কর্তাকে চিঠি লিখলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।

মাঝেরহাট ব্রীজ ভাঙ্গার কারণে, বজ বজ, মহেশতলা, বেহালা সহ বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। বজ বজ রোডের ভয়াবহ অবস্থার সাথে যুক্ত হলো এই সমস্যা। বাম পরিষদ নেতা ড. সুজন চক্রবর্তী ইস্টার্ন রেলের জিএম এর সাথে দেখা করে শিয়ালদা বজবজ শাখায় এবং চক্ররেল এ অফিস টাইমে বাড়তি রেক চালাবার অনুরোধ করে চিঠি দিলেন। রেল কর্তৃপক্ষ, কি করা যায় সে বিষয়ে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট