রায়গঞ্জ – শিলিগুড়িগামী বেসরকারি বাস নিয়ন্ত্রন হারিয়ে বন্ধ দোকানে ঢুকে পরায় আটজন যাত্রী আহত


শুক্রবার,০৭/০৯/২০১৮
464

বাংলা এক্সপ্রেস ---

রায়গঞ্জ – শিলিগুড়িগামী বেসরকারি বাস নিয়ন্ত্রন হারিয়ে একটি বন্ধ দোকানে ঢুকে পড়লে আটজন যাত্রী আহত হয়েছেন।আহতদের প্রথমে পাঞ্জিপাড়া গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার স্বার্থে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া ৩১ নম্বর জাতীয় সড়কে।

বাসের চালক ও খালাসি পলাতক।জানা গিয়েছে, একটি বেসরকারি বাস রায়গঞ্জ থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল।গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার ৩১ নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বন্ধ দোকানে ধাক্কা মারে।স্থানীয়দের তৎপরতায় আহত বাসযাত্রীদের উদ্ধ্যার করে পাঞ্জিপাড়া গ্রামীন স্বাস্থকেন্দ্রে নিয়ে যায়।এই ঘটনায় বাসের চালক ও খালাসী পলাতোক।মোট আট জন যাত্রী আহত হয়।গোয়ালপোখর থানার পুলিশ বাসটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট