শিখরপুর অদর্শ শক্তি সংঘের স্বেচ্ছায় রক্তদান শিবির


শুক্রবার,০৭/০৯/২০১৮
1049

সত্যজিৎ মণ্ডল---

“রক্তদান জীবন দান” মহতি সে উদ্দ্যেশ্যে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বৃহস্পতিবার, সকাল ১০-৩০টায় সঙ্ঘ প্রাঙ্গনে এক “রক্ত দান উৎসব” অনুষ্ঠিত করলো শিখরপুর অদর্শ শক্তি সংঘ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় শ্রী চিত্তরঞ্জন নস্কর মহাশয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয়া জাহানারা বেগম মহাশয়া, সদস্যা, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী রণজিৎ মণ্ডল, সহ-অধিনেতা, বাংলার ব্রতচারী সমিতি। সন্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রাক্তন প্রধান আনসারুল জামান, চাঁদপুর গ্রাম পঞ্চায়েত।

এদিনের  রক্তদান উৎসবে ছয়জন মহিলা সহ মোট ৮৯জন রক্তদাতা সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দান করেন। সংঘের সম্পাদক দেবাশিষ নস্কর বলেন, সাধারণ মানুষের জন্য কিছু করতে পারা সর্বদা আনন্দের। রক্তদান একটি মহান কাজ। আমাদের সংঘের দ্বারা যদি কিছু অসুস্থ মানুষের উপকার হয় তাহলে আমাদের জীবন ধন্য। সংঘের সভাপতি চিত্তরঞ্জন নস্কর, সহ সভাপতি সমৃত নস্কর, সহ সম্পাদক পঙ্কজ মণ্ডল আগত সকল রক্তদাতা দের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট