ভূয়ো চিকিৎসক অভিযোগে এক দন্ত চিকিৎসককে আটক করলো‌ বাগনান থানার পুলিশ


শুক্রবার,০৭/০৯/২০১৮
709

বাংলা এক্সপ্রেস ---

ভূয়ো চিকিৎসকের উপর নজরদারি এখনও অব্যাহত পুলিশের। বিগত কিছু দিন বিষয় টি স্তিমিত থাকলেও আবারও পুলিশের জালে এক চিকিৎসক। এদিন ভূয়ো চিকিৎসক অভিযোগে এক দন্ত চিকিৎসককে আটক করলো‌ বাগনান থানার পুলিশ। জানা গেছে আদপে মেদিনীপুরের বাসিন্দা বর্তমানে বেহালার বাসিন্দা রোহিত মল্লিক ওরফে শরিফ মল্লিক বিগত প্রায় ৬ মাস আগে থেকে বাগনানের একটি ওষুধ দোকানে দন্ত চিকিৎসকক হিসেবে রোগীদের চিকিৎসা করতেন।

চিকিৎসা পদ্ধতি দেখে রোগীদের এবং এলাকার লোকজনের সন্দেহ হওয়ায় তারা এই চিকিৎসককে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে এই চিকিৎসক জানান তার কোনো চিকিৎসকের ডিগ্রি নেই এবং তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। পাশাপাশি তিনি স্বীকার করেন কলকাতার একটি চিকিৎসকের কাছে সহায়কের কাজ করতেন। তারপরেই তিনি নিজে চিকিৎসা শুরু করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট