পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য নদিয়ার চাকদায়


শুক্রবার,০৭/০৯/২০১৮
497

বাংলা এক্সপ্রেস ---

পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীর মৃত্যুর।  ঘটনাটি নদিয়ার চাকদায়। সূত্রের খবর, চাকদাহ থানার পালপাড়া ভাবাণিপুরের বাসিন্ধা,চাকদহ বাপুজি গার্ল হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ঈশানি সাহা(১৪) শুক্রবার সকালে সাইকেলে করে পড়ে বাড়ি ফিরছিলো।অভিযোগ,ফেরার পথে চাকদাহ স্টেশন রোডে একটি বেসরকারি বাস ঈশানি কে ধাক্কা মারলে আহত হয় সে।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় মানুষের অভিযোগ, জনবহুল এলাকায় জোরে বাস চালানোর জন্যই এই দুর্ঘটনা। চাকদাহ থানার পুলিশ ঘাতক বাস ও তার চালক কে আটক করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট